
1. Plain Machine ঃ সাধারণ সেলাই করার জন্য ব্যাবহার করা হয়। একটি মাত্র সুই বা নিডেল থাকে।
2. Double Needle Machineঃ ২টি নিডেল দ্বারা সেলাই করা করা হয়।
3. Over lock Machineঃ ২ টি প্লাই বা গার্মেন্টস এর অংশকে ধার ঘেঁষে সেলাই বা জোড়া লাগানোর জন্য ব্যাবহার কিরা হয় এই মেশিন। ৩ এর অধিক সুতা থাকে।
4. Flat lock Machineঃ সিলিন্ডার বেড বা ফ্লাট বেড ধরনের হয়।
5. Kanshai Machineঃ এটি একটি ব্র্যান্ডের নাম। এই মেশিনের বিভিন্ন ব্যাবহার আছে। তবে স্পেশালই ইলাস্টিক গার্মেন্টস এর সাথে সেলাই করার কাজে লাগে। এটি মাল্টি নিডিল মেশিন।
6. Button Hole Machineঃ গার্মেন্টস এ বোতাম লাগানোর জন্য গর্ত তৈরি করে।
7. Button Join Machine ঃ বোতাম লাগানোর জন্য ব্যবহৃত মেশিন।
8. Bartack Machineঃ একই শেলাই বারবার এক লাইনের উপর দেওয়ার জন্য ব্যাবহার করা মেশিন।
9. Cylinder Bed Machineঃ গার্মেন্টস এর স্লিভ বা হাতা সেলাই করে।
10. Flat bed Machineঃ গার্মেন্টস এর বডি পার্ট সেলাই করে।
Courtesy – Asif Mahbub Editor – Textilebangla24.com Department-Fabric Engineering Batch – 41