
বাংলাদেশের পোশাক শিল্প কারখানার এক নতুন সম্ভাবনা হল ডেনিম।বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী এর চাহিদা ব্যাপক।আর এই ডেনিমকে আরামদায়ক ও ফ্যাশনেবল করার জন্য ডেনিম ওয়াশিং এর দরকার পড়ে।কিন্তু প্রচলিত স্টোন ওয়াশ,এনজাইম ওয়াশ,এসিড ওয়াশ ইত্যাদি তেমনটা পরিবেশবান্ধব নয়।একারণে ডেনিম ওয়াশিংয়ে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বর্তমানে লেজার টেকনোলোজি র ব্যবহার শুরু হয়েছে।এ পদ্ধতি নিজের পছন্দমতো যেকোন প্রকার ডিজাইন করা যায়।তাছাড়া এটি একটি কম্পিউটারাইজড পদ্ধতি যার কারণে তুলনামূলকভাবে অন্য পদ্ধতিরর তুলনায় দ্রুতগতির।পানি ও রাসানিয়ক দ্রব্যাদির ব্যবহার ও নেই।এদিক থেকে এটি একপ্রকার পরিবেশবান্ধব ওয়াশিং টেকনোলোজি। যদিও এ পদ্ধতি ব্যয়বহুল তবুও অন্যান্য পদ্ধতিরর তুলনায় এর উৎপাদন ক্ষমতা বেশি।নিজের ইচ্ছামতো ডিজাইন,পরিবেশবান্ধব ও অধিক উৎপাদন এসব সুবিধার কারণে আগামীদিনের ডেনিম ওয়াশিংয়ে লেজার টেকনোলোজি বড়ই প্রভাব রাখবে।
Asif Mahbub, Editor – Textilebangla24.com Department-Fabric Engineering Batch – 41