
পোশাক শিল্পের সাথে যারা জড়িত আছেন, তারা সাব কন্ট্রাক্ট অর্ডার সম্পর্কে জানেন। তাই নতুন করে সাব কন্ট্রাক্ট অর্ডারের প্রয়োজনীয়তা নিয়ে বলার কিছু নেই। তবে যেটা বলার আছে তা হলো, সাব কন্ট্রাক্ট অর্ডার ব্যবস্থাকে আরো কীভাবে সহজলভ্য এবং দ্রুত করা যায়। ছোট হয়ে যাচ্ছে পৃথিবী। রেস্টুরেন্টের ফাস্ট ফুড থেকে শুরু করে তিন চাকার সিএনজি সব চলে এসেছে হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির উন্নতির কারণেই জীবন যাপন হয়ে যাচ্ছে আরো সহজ। তাহলে টেক্সটাইল সেক্টর কেন’ই বা পিছিয়ে থাকবে! তাই প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্বস্ত সাব কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম হিসেবে জন্ম নিয়েছে Aliganz.com।
ব্যবসার স্বাভাবিক নিয়মেই কখনো ফ্যাক্টরি খুব ব্যস্ত সময় কাটে, কখনো হয়তোবা রোবটিক মেশিন থেমে থাকে। কাজ নেই বলে মালিক পক্ষ হিসেবে অলস শ্রমিকদের বেতন নিয়ে ভেবে ভেবে আপনার কপালে পড়ে যায় চিন্তার ভাঁজ। উল্টো ছবিও আছে। অর্ডার সামলাতে হিমশিম খেতে হয় কখনো। ডেড লাইন ঘনিয়ে আসে। ক্লায়েন্টের প্রেসারের সাথে যোগ হয় প্রতিষ্ঠানের ইমেজ ভ্যালু, এই সংকটময় পরিস্থিতিতে একমাত্র সমাধান দ্রুত সাব কন্ট্রাক্ট অর্ডার। আর Aliganz.com এর উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক সেটাই। আপনাকে দ্রুত ও সহজ উপায়ে সাব কন্ট্রাক্ট অর্ডার খুঁজে দিতে নিরসলসভাবে কাজ করে যাচ্ছে Aliganz.com।
Aliganz.com এ রেজিস্ট্রেশন করে জানিয়ে রাখুন আপনার অলশ মেশিনারিজের কথা। যদি সাব কন্ট্রাক্ট অর্ডার দিতে চান জানিয়ে রাখুন সেই তথ্যও। ইতিমধ্যে হাজারের বেশি প্রতিষ্ঠান Aliganz.com এ রেজিস্ট্রেশন করেছেন এবং তারা এর সুফলও পাচ্ছেন।
শুধু সাব কন্ট্রাক্ট অর্ডারের ক্ষেত্রেই নয়। Aliganz.com এ পাচ্ছেন পুরনো/ নতুন মেশিনারিজ ক্রয় বা বিক্রয়ের সুবিধাও। মেশিনারিজ বিক্রয় করতে চাইলে অথবা ক্রয় করতে চাইলে সেই তথ্য জানিয়ে রাখুন Aliganz.com এ। আপনার কাঙ্ক্ষিত ডিল খুঁজে পেতে সাহায্য করবে Aliganz.com।
সাব কন্ট্রাক্টের ডিজিটাল প্ল্যাটফর্ম Aliganz.com এর ভুবনে আপনাকে স্বাগতম।
Fore more info,
visit http://www.Aliganz.com
https://web.facebook.com/aliganzbd/
Written by ::
Mikshetu Mithu
CEO, Backbencher Production